মেয়েটা মুচকি হাসি
মেয়েটা লরেটো
ছেলেটা টেকনো ইন্ডিয়া বাটানগর
মেয়েটা মুচকি হাসি
ছেলেটা লাজুক
মেয়েটা “কি রে কারো সঙ্গে দেখা হয়?”
ছেলেটা “অর্ক, শুভ্র, দেবাদিত্য, সায়ক, জয়…”
মেয়েটা বেগুনি ক্যাফরি,
ছেলেটা ফেড জিন্স।
মেয়েটা সাদা-কালো স্ট্রাইপস,
ছেলেটা ঘন-কালো টিশার্ট।
মেয়েটা জয়াদিত্যের সঙ্গে মেট্রো, ময়দান,
ছেলেটা ৪৫ বি চারুমার্কেট, ট্রেন।
মেয়েটা “কি রে তোদের সেমেস্টার সিস্টেম?”
ছেলেয়া “হ্যাঁ, চারটে, তোদের?”
মেয়েটা “হ্যাঁ হ্যাঁ তাইতো, তুই পয়েন্ট কত?”
ছেলেটা “সেভেন পয়েন্ট ওয়ান।”
মেয়েটা “ওটা ভালো না খারাপ?”
ছেলেটা “সাপ্লি না থাকা মানেই ভালো।”
মেয়েটা ছ টাকার টিকিট,
ছেলেটা মায়ের সঙ্গে কলেজ।
মেয়েটা টিকিট নিতে উদাসীন, কন্ডাকটরের ঝামটা,
ছেলেটা হো হো,
মেয়েটা মুচকি হাসি।
মেয়েটা আবার “কি রে কারো সঙ্গে দেখা হয়?
ছেলেটা “ওই যে বললাম, অর্ক, দেব, সায়ক, জয়। সাউথ পয়েন্ট সায়ক।”
মেয়েটা “এই বাণেশ্বর আর সর্বাণীর খবর শুনেছিস?
ছেলেটা “তারা এখন চেন্নাই। ওদের তো পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হবে!”
মেয়েটা মুচকি হাসি, “হ্যাঁ সেটা তো।”
মেয়েটা এইটবি নামলো না,
ছেলেটা “কি রে নাম!”
মেয়েটা “টাটা, আমি কে পি সি। নেমে অটো।”
ছেলেটা গাঙ্গুলি বাগান। সঙ্গে মার আর বোন। বোনও সাউথ পয়েন্ট!
ড্রাইভারের জোর ব্রেক,
আমি হাতের ব্যথায় উফ!
আমি মাঝ বয়েসী,
মেয়েটা উচ্ছ্বল, মুচকি হাসি।
Comments
Post a Comment