মহিলা কামরা - ২
- “ বাসন মাজা — স্কচ ব্রাইটটা পাবেন — চুউউলের ক্লিপ — সেফটিপিন —” টান দিয়ে হাঁকতে হাঁকতে হাজির হয়ে গেলো স্বপনদা। - সঙ্গে সঙ্গেই এক মহিলা ডাকলেন — “ দাদা সেফটিপিন দেবেন এক পাতা। ” - “ কোনটা ? বড় না ছোট পাতা ?” - “ ছোটটাই দিন। এই ক্লিপগুলো কত করে ?” ছোট সাইজের একটা ক্লিপ দেখিয়ে — “ পাঁচ টাকা ?” - “ পাঁচ টাকা ? পাঁচ টাকায় আজকাল আর ক্লিপ হয় না দিদি। এটা দশ , এটা পনেরো আর এটা কুড়ি ” — বলেই স্বপনদা তিন - সাইজের তিনরকম ক্লিপ দেখিয়ে দিলো। এর মধ্যেই অন্যদিক থেকে আর একজন - “ পেয়ারা ! এই ভালো ভালো ডাঁশা পেয়ারা ! পাঁচ টাকা পিস। জোড়া দশ। পাঁচটা কুড়ি। দেবো নাকি দিদি ?” এর থেকে অনেকেই পেয়ারা কেনে। তবে রাজকুমার যতটা জনপ্রিয় এ ততটা নয়। রাজকুমার উঠলে সবাই , এমনকি দিদিমণিরাও , রাজকুমার রাজকুমার বলে এমন ডাকাডাকি ফেলে দেয় , যে সে পুরো পাগল হয়ে যায়। তার চোখ - মুখ দেখে...